মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নিজের ছিপছিপে চেহারা, হট লুক, ফ্যাশনের জন্য় সবসময়ই শিরোনাম হন বলিউডের গ্ল্যামার কুইন মালাইকা আরোরা। সেভাবে অভিনয়ের জগতে তাকে দেখা না গেলেও ‘ডান্স নাম্বার’-এর জন্য তার চর্চা বরাবরের।
প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর আপাতত ‘সিঙ্গেল’ মাল্লা। যদিও তিনি অর্জুন কাপুরের সঙ্গে কমিটেড! তবে, বিয়ের পিঁড়িতে এখনও বসেননি তাঁরা। কবে বসবেন, সেটাও ঠিক করেননি বলেই জানিয়েছেন বেশ কয়েকবার।
কিছুদিন আগে এমটিভি-র তরফে ‘সুপার মডেল অফ দ্য ইয়ার ২’-র একটি প্রোমো সামনে আনা হয়েছে। যেখানে শো-র সহ-বিচারক বাদশা মিলিন্দের প্রশ্ন ‘কেমন ছেলে পছন্দ করেন মালাইকা’র উত্তরে অর্জুন-বান্ধবী জানিয়েছেন, একেবারে চিকনা ছেলে একদমই পছন্দ নয় মালাইকার। বরং, একটু দাড়ি-গোঁফ আছে, এমন ছেলেই বেশি পছন্দ করেন তিনি।
মালাইকা আরও জানান, ভালো করে চুমু খেতে জানতে হবে। আর এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে, কমেন্ট সেকশনে মালাইকার প্রশংসার থেকে সমালোচনাই বেশি চোখে পড়েছে।
অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ানোর খবর প্রথমদিকে লুকিয়ে রেখেছিলেন মালিকা। তবে ২০১৮ সালে হাত ধরে ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’র মঞ্চে প্রবেশ করতে দেখা যায় তাদের। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় একে-অপরের সঙ্গে ‘লাভি-ডাবি’ পোস্ট করেন এই দুই। যে কোনো পার্টিতে হাত ধরাধরি করেই পৌঁছান।
Leave a Reply