বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনার কারনে বেকায়দায় পড়া বরিশাল নগরীর বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম-মুয়াজ্জিনকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা উপহার পৌছে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) এসএম অজিয়র রহমান।
মঙ্গলবার বেলা ১২টার দিকে ইসলামিক ফাউন্ডেশন বরিশালের উদ্যোগে নগরীর হেমায়েতউদ্দিন রোডের জামে কসাই মসজিদে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শতাধিক ইমাম-মুয়াজ্জিনের হাতে উপহার সামগ্রী তুলে দেন তিনি। প্রতিটি প্যাকেটে ১০ কেজি করে চাল এবং ডাল, আলু ও সাবান সহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আলম হোসেন, ইমাম সমিতির সভাপতি কাজী আব্দুল মান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক পর্যায়ক্রমে নগরীর সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের রমজানের উপহার হিসেবে ইফতার সামগ্রী দেয়ার ঘোষনা দেন। পাশাপাশি তাদের সবাইকে ঘরে থাকাসহ সামাজিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে জনগনকে উদ্বুদ্ধ করার জন্য ইমাম-মুয়াজ্জিনদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
Leave a Reply