বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের গৌরনদী থানার স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী পূজা হাওলাদার অপহরণ হওয়ার ১৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অপহরণে জড়িত থাকার অভিযোগে স্থানীয় কয়েকজনের নামে পূজার পিতা থানায় মামলা করলেও গ্রেপ্তার হয়নি আসামীরা।
এ অবস্থায় মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার পিতা-মাতা। আসামীদের গ্রেপ্তার করলে মেয়েকে ফেরত পাওয়ার আশা করছেন তারা। তাই অবিলম্বে আসামীদের গ্রেপ্তারের বিষয়ে সহযোগিতা করতে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন পূজার পিতা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি থেকে নিখোঁজ আছে গৌরনদী থানার স্থানীয় স্কুল ছাত্রী পূজা হাওলাদার। নিজেদের বসত বাড়ির পাশ থেকে স্থানীয় বখাটে শুশান্ত শেয়ালীর নেতৃত্বে কয়েকজন মিলে অপহরণ করে নিয়ে যায়। আগে থেকেই শেয়ালীকে উত্যক্ত করত ওই বখাটে। এ বিষয়ে গত ২৯ জানুয়ারি গৌর নদী থানায় একটি অপহরণ মামলা করেছেন পূজার পিতা পিঞ্জিরা হাওলাদার। মামলা নং- ২৩/২৩, ধারা- ৭/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীয় ২০০৩, অপহরণ ও সহযোগিতা করার অপরাধ।
মামলায় উল্লেখিত আসামীদের নাম হলো- শুশান্ত শেয়ালী, সাগর মন্ডল, অনিল শেয়ালী সহ অজ্ঞাত আরো দুই থেকে তিন জন। কিন্তু গৌরনদী থানার ওসি আসামীদের গ্রেপ্তার করছেন না। এরইমধ্যে ৪ জন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করেছে।
পিঞ্জিরা হাওলাদার বলেন, মেয়েকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি, নির্ঘুম রাত অতিবাহিত করছি। আমরা বারবার থানায় যোগাযোগ করলেও আসামীদের গ্রেপ্তারের জন্য স্থানীয় থানার ওসি কোন ব্যবস্থা নিচ্ছে না।
এদিকে মেয়েকে ফিতে পেতে এবং অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করে আবেদন করেছেন পিঞ্জিরা হাওলাদার। আবেদনে তিনি বলেন, আসামীরা গ্রেফতার হলে আমরা আমাদের মেয়েকে ফেরত পাব বলে বিশ্বাস করি। এ মূহুর্তে আপনার সহযোগিতা একান্ত কাম্য।
এদিকে পূজা অহরণকারীদের গ্রেপ্তার বিষয়ে জানতে চাইলে গৌরনদী থানার ওসি আফজাল হোসেন বলেন, অপহরণকারী আসামীদের ধরার চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply