রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
বরিশালের হিজলা উপজেলায় গুয়াবাড়ীয়া ইউনিয়নের মাষকাটা এলাকায় কাউরিয়া মাদ্রাসার মিম (১২) নামে এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষার্থীর চাচা ছালাউদ্দিন এর বিরুদ্ধে। সে এখন হিজলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। মিম জানায় গত ০২ দিন আগে মিমের ছোট ভাই তার দাদার সুপারী পারাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা ছালাউদ্দিন এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা মিলে মিমকে এবং তার মাকে বেদরক মার পিট করে।
এতে মিমের মাথায় আঘাত লাগলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে মিমের পরিবারের সদস্যরা হিজলা হসপিটালে এনে ভর্তি করায়।তবে এ ব্যপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান মিমের বাবা আলমগীর হোসেন।
Leave a Reply