শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
থানা প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলায় হরিনাথপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো: আমির হোসেন ঘরামীর বসত বাড়ীতে হামলার ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। এ মামলায় মোট ১২ জনকে আসামী করা হয়েছে। ঘটনার বিবরনে জানা যায় ৮ ডিসেম্বর শানিবার সকাল ১১ টায় আমির হোসেনের বাড়ীতে আসামীগন প্রথমে বাদীর নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
বাদী বাড়িতে না থাকায় ১নং আসামী এস্কান্দার এর হুকুমে অন্যান্য আসামিরা তার বাড়ীতে হামলা করে এবং তার ঘড়ে ঢুকে আসবাবপত্র তসনছ করে। এতে প্রায় তার ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয় এবং তার মা কুলফুলি বেগমকে পরিধীয় কাপুর শাড়ীর আচল দিয়ে তার গলায় ফাস দিলে সে মারাত্মক জখম হয়। তাদের ডাক চিৎকার শুনে তাদের অন্যান্য আত্মীয় স্বজন এগিয়ে এলে আসামিগন তার মাকে একটি রুমে আটকে রাখেন। এ সময় ঘরে রাখা চার লক্ষ সত্তর হাজার টাকা এবং স্বর্নের চেইন নিয়ে নিয়ে এলাকা ত্যাগ করে। পরে বরিশাল আদালতে মামলা দায়ের করা হয়।
Leave a Reply