মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
সুমন খান,স্বরূপকাঠি প্রতিনিধি:
ঘর দেয়ার প্রলোভনে ইউএনও’র নামে ঘুষ বাণিজ্যের প্রতিবাদ রুখতে বিলকিস বেগমের স্বামী মোশারফকে সোলার দেয়ার প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে। হাফিজু-রাবেয়া দুই পিতৃহারা ভাই-বোনকে ঘর দেয়ার আশ্বাষে ইউএনও’র নামে ১৫০০০টাকা ঘুষ গ্রহন করে ঘর না দেয়ায় প্রতিবাদ করে এতিমদের মা বিলকিস বেগম। স্বরূপকাঠির সংবাদকর্মীদের ক্যামেরার সামনেই চেয়ারম্যানের কাছে ফেরৎ চান সরকারি ক্রান তহবিলের ঘর বাবদ এতিমদের থেকে নেয়া ১৫০০০ টাকা, যা নিয়ে বাকবিতান্ডার এক পর্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড, সার্কেল এসপি,নেছারাবাদ থানায় অভিযোগ দায়েরের পর অাজ বিলকিসের বর্তমান স্বামীকে দৈহারী ইউপি চেয়ারম্যান সোলার প্যানেলের প্রলোভন দেখানোর গুনজন চলছে।
এ ব্যাপারে বিলকিস বেগম জানায়, চেয়ারম্যান প্রগতী মন্ডল (টবি) লোক পাঠিয়ে তার বর্তমান স্বামী মোশারফকে সোলার প্যানেল দেবে, পরে হাফিজুর-রাবেয়াকে ঘর দেবে এমন প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে পাঠিয়েছে। উপজেলা থেকে তাকে মোবাইল করেছে,শুক্রবার অফিসার আসবে ঘটনা তদন্ত করতে। এরপরই লোক পাঠিয়ে তার স্বামীকে প্রলোভন দেখিয়ে ডেকে পাঠায় চেয়ারম্যান টবি।
তিনি মোশারফকে টবির বাড়িতে যেতে নিষেধ করেছেন কারণ সেখানে গেলে টাকা ফেরৎ দিয়েছে এমন কোন লিখিত জোর করে রাখতে পারে।এব্যাপারে চেয়ারম্যান প্রগতী মন্ডলের কাছে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও দিনি কল রিসিভ করেন নি।
Leave a Reply