রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
সুমন খান,স্বরুপকাঠী প্রতিনিধি:
উন্নয়নের শেষ নেই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, মাননীয় প্রধান মন্রী শেখ হাসিনার আর্দশ সৈনিক শম রেজাউল করিমের ইন্দেরহাটে নির্বাচনর কর্মী সভায় গত কাল অনুষ্ঠিত হয়। স্বরূপকাঠীর অভিবাবক, সাদা মনের প্রিয় মানুষ,সাবেক সংসদ অধ্যক্ষ শাহ আলম স্যারের নিপুন হাতের চৌকস কারুকাজে প্রাথমিক ভাবে সফল শ ম রেজাউল করিম। পাশাপাশি উপজেলার তুখোড় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম তার রাজনৈতিক মেধা দিয়ে সফল ভাবে নৌকার পক্ষে নির্বাচনী সভাকে সার্থক করে তোলেন।আরও চমক দেন এ্যাড শ ম রেজাউল করিমের নির্বাচনী সভায় উপজেলার আট ইউনিয়ন চেয়ারম্যানদ্বয়।
দুই চেয়ারম্যান ছাড়া সকল ইউনিয়ন বর্তমান ও সাবেক চেয়ারম্যানরাও পরিপাটি ও পরিচ্ছন্ন পরিবেশে নির্বাচনী কর্মী সভাকে সার্থক করে তোলেন। আগামীতে দেশের স্বপ্ন ও জেলা আওয়ামীলীগের কান্ডারী শ ম রেজাউল করিম অভিভুত হন উপজেলার নেতা কর্মীদের ভালবাসা দেখে। সার্থক প্রধান মন্ত্রী আর তার উপযুক্ত চিন্তা ভাবনার ফসল এ্যাড শ ম রেজাউল করিম। যোগ্য নেতৃত্বের প্রতিফলন দিয়ে আজকের ইন্দেরহাটের কলেজিয়েট একাডেমীর অডিটিয়ামে নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে শতভাগ সার্থক পিরোজপুর সদর আসনের নৌকার চূড়ান্ত টিকিট পাওয়া এ্যাড শ ম রেজাউল করিম।নৌকার নির্বাচনী কর্মী সভায় সকলকে এক যোগে ঐক্যবদ্ব হয়ে কাজ করার আহবান জানান। কর্মী সভায় আরও বলেন,ব্যাক্তি নয় বরং দলের প্রতিকই সবচেয়ে বড় সম্পদ।
আজকের সেতু বন্ধন আগামীতে আমাদের বিজয় ছিনিয়ে আনবে সকলের আন্তরিকতার মাধ্যমে। অতীতের সকল বিভেদ ভুলে দলের হয়ে কাজ করাই উত্তম।এদিকে স্বরূপকাঠীর সম্পদ ও প্রধান অভিবাবক সাবেক সংসদ অধ্যক্ষ শাহ আলম স্যার একাডেমীর নির্বাচনী কর্মী সভায় বলেন,নৌকার বিকল্প নেই। দলের হয়ে কাজ করে প্রধান মন্ত্রীর হাতকে আরও শক্তিশালী ও বেগমান করে তোলাই আমাদের কাজ। পাশাপাশি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম মুহিদ সহ উপজেলার বহু শীর্ষ নেতারা নির্বাচনী কর্মী সভায় দলের পক্ষে বক্তব্য রাখেন। সর্বশেষ তথ্য মতে শনিবারের নির্বাচনীর প্রথম কর্মী সভায় নৌকার পক্ষে ইন্দেরহাট কলেজিয়েট একাডেমীর নেতা কর্মীদের ঢল নামে। সকল আওয়ামী নেতা কর্মীদের মনের আশা নৌকার বিজয় মানে শ ম রোজাউলের মন্ত্রীত্ব পাওয়া সময়ের ব্যাপার। আর সেই গভীর ভালবাসার টানে সকলেই ঐক্য বদ্ব হয়ে নির্বাচনী মাঠে।
Leave a Reply