শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের ঘোষিত বিদ্রোহী প্যানেলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। ওই বৈঠকে বিদ্রোহী প্যানেল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ছাত্রলীগ নেতারা।
ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ডাকসুর নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকোট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন।
এর আগে এদিন দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক শিক্ষার্থী’দের ব্যানারে একটি প্যানেল ঘোষণা করা হয়। এই প্যানেলে ভিপি (সহ-সভাপতি) পদে ঘোষণা করা হয়েছে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি সোহান রহমান খান এবং জিএস (সাধারণ সম্পাদক) পদে আমিনুল ইসলাম বুলবুল এবং এজিএস (সহসম্পাদক) পদে মো. রনির নাম।
বৈঠকের বিষয়ে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঘোষিত প্যানলের ভিপি মো. সোহান খান বলেন, আমাদের ডাকা হয়েছিল। আমরা কেন প্যানেল দিলাম, কী কারণে দিলাম, সে বিষয়ে কথা বলেছি। নেতারা আমাদের বুঝিয়েছেন। আমরা প্যানেল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মধুর ক্যানটিনের সামনে ‘বিদ্রোহী’ প্যানেলের সদস্যদের সঙ্গে সেলফি তোলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন৷ শোভনকে ‘বিদ্রোহী’ প্যানেলের নেতা আমিনুল ইসলাম ও আল মামুনের সঙ্গে হাস্যোজ্জ্বল বাক্যবিনিময় করতে দেখা যায়৷
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ছাত্রলীগে কোনো বিদ্রোহী গ্রুপ নেই৷ ছাত্রলীগের নেতা-কর্মী অনেক, কিন্তু ডাকসুতে পদসংখ্যা অল্প৷ এর ফলে সবাইকে মনোনয়ন দেওয়া হয়তো সম্ভব হয়নি৷ এটা নিয়েই একটু মনোমালিন্য হয়েছিল৷ এখন কোনো সমস্যা নেই৷
উল্লেখ্য, রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এই মধুর ক্যান্টিনেই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করে ছাত্রলীগ। প্যানেলে ডাকসু ভিপি (সহ-সভাপতি) পদে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও জিএস (সাধারণ সম্পাদক) পদে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে প্রার্থী করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ।
Leave a Reply