মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সরকারের প্রতি আস্থা রাখার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কে ভোট দিলো, কে দিলো না তা বিবেচনা করে না আওয়ামী লীগ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী এসময় বলেন, ‘গণতান্ত্রিক এ দেশে সবার জন্য কাজ করছে সরকার। দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।তিনি আরো বলেন, ‘মুজিববর্ষে দেশের প্রতিটি ঘরে ঘরে সরকার বিদ্যুৎ পৌঁছে দিবে। আমাদের উন্নয়ন তৃণমূল পর্যন্ত হবে। জাতির পিতার আদর্শ ধারন করে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। দলের নেতা-কর্মীদের জনগণের কাছে গিয়ে ভোটের কথা বলতে হবে। সরকারের উন্নয়নের কথা প্রচার করে আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন বাড়াতে হবে। এসময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন সার্বিক উন্নয়নে বিশ্বাসী তার সরকার। আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভার সভাপতিত্ব করেন।
Leave a Reply