বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীদের কেন্টিনে খাবারের মূল্য ছাড় না দেয়ায় কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্টিনে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রবিবার রাত ১০টার দিকে শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের সামনে অবস্থিত চতুর্থ শ্রেনীর কেন্টিনে এ ঘটনা ঘটে। কেন্টিন পরিচালনাকারী মুনসুর আহম্মেদ ভয়েস অব বরিশালকে জানান, রবিবার রাত ১০টার দিকে শেবাচিমেক এর ৪৫তম ব্যাচের কয়েকজন ছাত্র খাবার খেয়ে লিডার মামুন বিল পরিশোধ করবে বলে চলে যায়।
পরে লিডার মামুন ১১শ টাকা বিল হয়েছে কিভাবে তা নিয়ে হই-হুল্লোর বাঁধায়। এ নিয়ে তিনি (মামুন) হিসেবে বসবেন বলে গালিগালাজ করে। পরে তাকে জানানো হয় ১০% ছাড় দেয়ার পরে এই বিল হয়েছে।
তখন মামুন ৫০% ছাড় চায়। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হলে মামুন তার সহযোগী রিয়াজ, সজিবসহ একাধিক শিক্ষার্থীদের ডেকে নেয়। পরে তাদের দাবী না মানায় কেন্টিনের দরজায় তালা ঝুলিয়ে দেয়।
Leave a Reply