শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খোন্দকার মুজিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জলিলুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকে পরে তার কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটিতে পা রাখেন। তিনি এসে নামাজ পড়ে প্রথমে দুটি কথা বলেছিলেন, আমি সব কিছু হারিয়েছি, আমার হারাবার কিছু নেই। আমি বাংলার প্রতিটি মানুষের জন্য কাজ করতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন। সেই থেকে অদ্যাবধি তিনি মানুষের জন্য কাজ করে আসছেন। সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply