শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ(বরিশাল)সংবাদদাতা॥ “বিদ্যালয়গুলোতে শুধু পুঁথিগত শিক্ষা দিলেই শিক্ষকদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বই পুস্তকের বাইরে মানবিক শিক্ষায় শিক্ষিত করতে হবে শিক্ষার্থীদের। দেশের সংস্কৃতি , অতিহ্য সম্পর্কে এ প্রজন্ম কে ধারণা দিতে হবে। আর এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চা অবস্যক”। শুক্রবার দিনব্যাপি বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা (ঘটকেরচর) মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রনালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব এ এস মাহমুদ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি সৈয়দ ফারুকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ প্রমুখ। অনুষ্ঠানের অয়োজক হিসাবে ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাষ্টার মোঃ আব্দুল হাকিম হাওলাদার।
Leave a Reply