সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরের মেডিক্যাল মোড় এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন, উপজেলা সদর ইউনিয়নের তুলাতলা গ্রামের মো. সরোয়ারের ছেলে মো. মাইনুল ইসলাম (১৯), আলগী গ্রামের মো. সেকান্দার ভাণ্ডারীর ছেলে শফিকুল ইসলাম (২০), মো. ইউনুচ হাওলাদারের ছেলে মো. ইমরান হোসেন (২০)।
পুলিশের দাবি, ইমরান হোসেন দীর্ঘদিন থেকে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। অপর দুজন তার সহযোগী।
ওসি মো. শহিদুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল খুলনা মহাসড়কের মেডিক্যাল মোড় থেকে ওই তিন মাদক করবারিকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। এরপর বুধবার রাতেই পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। এরপর আজ সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়।
Leave a Reply