সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন
রাজাপুর সংবাদদাতা॥ ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে গোলেনুর বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় থানায় মামলা হলে প্রধান অভিযুক্ত বাশার তালুকদারকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।
জানা যায়, গত ১৩ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর হাইলাকাঠি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আহত গোলেনুর বেগমের ছেলে মনির তালুকদার ও প্রতিপক্ষ বাশার তালুকদারের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাশার তালুকদারের লোকজন দেশীয় ধারাল অস্ত্র নিয়ে মনির তালুকদারের ওপর চড়াও হয়।
এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে মাথায় দায়ের কোপ লেগে গুরুতর জখম হন গোলেনুর বেগম। পরে তাঁকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় গত ১৬ আগষ্ট শুক্রবার ৮ জনকে আসামি করে রাজাপুর থানায় আহতের ছেলে মনির তালুদকার বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে শুক্রবার রাতেই মামলার প্রধান অভিযুক্ত বাশার তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, বৃদ্ধাকে কুপিয়ে জখম করার ঘটনায় তাঁর ছেলে বাদী হয়ে থানায় মামলা করলে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply