বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ কাঠীপাড়া বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও মো. মোক্তাতার হোসেন
কাঠীপাড়া বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও মো. মোক্তাতার হোসেন
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠীপাড়া বধ্যভূমিতে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয়েছে।
বুধবার দুপুরে স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও মো. মোক্তার হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) অনুজা মণ্ডল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নুসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন কাঠীপাড়া বধ্যভূমিতে গণহত্যা চালায় পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদররা। স্বাধীনতার পর দীর্ঘদিন এ বধ্যভূমি অযত্ন-অবহেলায় পড়ে ছিল। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন কাঠীপাড়া বধ্যভূমি রক্ষার উদ্যোগ নেয়। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
Leave a Reply