বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টাঙ্গাইল সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নে যৌতুকের দাবিতে গৃহবধূকে খুঁটির সাথে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিতার মা বাদি হয়ে তার স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে।
শনিবার (১৩ জুন) গৃহবধূকে নির্যাতনের এ ঘটনা ঘটে। নির্যাতিত গৃহবধু এখন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।যৌতুকের দাবিতে খুঁটির সাথে বেধে প্রকাশ্যে গৃহবধুর উপর নির্যাতন চালিয়েছেন স্বামী ও তার শ্বশুর বাড়ির সদস্যরা। টাঙ্গাইল সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের খারজানা এলাকার মৃত বিশা মিয়ার ছেলে আশরাফের সাথে বিয়ে হয় লাল বানুর।
নির্যাতিতা জানায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে তার স্বামী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। দুই দফা যৌতুকের টাকা এনে দেয়ার পরও ছয়মাস আগে তার কোল খালি করে দের মাসের শিশুকে ২০ হাজার টাকায় বিক্রি করে দেয় সে।
এরপরও খান্ত না হয়ে গতকাল শনিবার আবারও যৌতুক দাবি করলে টাকা দিতে অস্বীকার করায় তাকে খুঁটির সাথে বেধে অমানষিক নির্যাতন চালায় পাশন্ড স্বামী ও তার বড় ভাইসহ পরিবারের অন্যরা। পরে প্রতিবেশীরা নির্যাতনের ভিডিও চিত্র ধারন করে স্থানীয় চেয়ারম্যানকে দেখায়। চেয়ারম্যান ঘটনাস্থল থেকে নির্যাতিতাকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা ও এলাকাবাসী।
এদিকে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, নির্যাতিতার মা বাদি হয়ে স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
Leave a Reply