রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ একটি দেশের উন্নয়নশীল অগ্রযাত্রায় প্রধান ভূমিকা পালন করে সে দেশের যুবসমাজ। যে দেশের যুবসমাজ যত বেশি কর্মঠ সে দেশ ততবেশি উন্নত।
বাংলাদেশের জনগণ অলস প্রকৃতির আর এই অলসতায় নতুন মাত্রা যোগ করেছে ফ্রী ফায়ার পাবজি গেমস। অন্যান্য দেশের ছাত্র-ছাত্রী কিংবা যুবক যুবতী অবসর সময়ে বাড়ির আঙিনায় বিভিন্ন কৃষিকাজ করে নিজেকে স্বাবলম্বী করে তোলে। কিংবা নিজের কোনো ক্রিয়েটিভিটি দেখিয়ে আবিষ্কার করে ফেলে রোবট কিংবা আধুনিক কোন যন্ত্রপাতি।
আর আমাদের দেশের যুব সমাজ কিংবা ছাত্র-ছাত্রী অবসর পেলেই মোবাইল নিয়ে খেলতে বসে ফ্রী ফায়ার কিংবা পাবজি গেমস।
কেউ কেউ আবার অবসর সময়ের সবটুকুই ব্যয় করে মাদকের পিছনে ছুটে। যে কারণে উন্নয়নশীল অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশ তথা বাংলাদেশ এবং বাংলাদেশের যুবসমাজ অনেক পিছিয়ে আছে।
মাদকের টাকা যোগান দেওয়ার জন্য ছিনতাই চুরি এটা নিত্যনৈমত্তিক ব্যাপার কিন্তু মোবাইলের এমবি কেনার টাকা না পেয়ে আত্মহত্যা এটা হতাশাজনক ব্যাপার।
ফ্রী ফায়ার ও পাবজি গেমে আসক্ত যুবসমাজ নাওয়া-খাওয়া কাজকর্ম ফেলে সারাদিনই ডুবে থাকে মোবাইল এর মাঝে।
ফ্রী ফায়ার ও পাবজি গেমস আমাদের দেশে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি হয় উঠেছে। দেশের যুব -সম্পদ কে বাঁচাতে এই গেমস বন্ধ করা ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। ফ্রী ফায়ার ও পাবজি গেমস বন্ধ না হলে উন্নয়নের অগ্রযাত্রা থেকে অনেকটাই পিছিয়ে যাবে আমাদের যুবসমাজ সেইসাথে পিছিয়ে যাবে বাংলাদেশের উন্নয়ন এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা।
Leave a Reply