শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ রাজনৈতিক অস্থিরতা, ছাত্র-জনতার আন্দোলন এবং সাম্প্রতিক বিতর্কিত সিদ্ধান্তগুলোর প্রেক্ষাপটে আজ শনিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
সূত্রমতে, বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা, জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগসহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো স্থান পেতে পারে। তবে সরকারি পর্যায় থেকে এখনো নির্দিষ্ট কোনো আলোচ্য বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বৈঠককে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দুপুরে একটি গণবিজ্ঞপ্তি জারি করে সচিবালয়, যমুনা বাসভবন ও সংলগ্ন এলাকায় সকল সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোড এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
সরকারের প্রেস উইং শুক্রবার রাতে এক বিবৃতিতে জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে এবং দলটির বিরুদ্ধে জাতিসংঘের প্রতিবেদন থেকে প্রাপ্ত সন্ত্রাসী কার্যকলাপের প্রমাণ পর্যালোচনা করছে সরকার। এরই অংশ হিসেবে ছাত্রলীগকে ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমন ও হত্যামামলার প্রসঙ্গও বৈঠকে আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজকের এই বৈঠক রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের ভবিষ্যৎ নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ মোড় হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Leave a Reply