শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥
মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন খান এর জানাযা নামাজে স্মৃতিচারণ করেণ বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। আওয়ামীলীগ নেতার মৃত্যুর সংবাদ পেয়ে গতকাল ঢাকা থেকে জাঙ্গালিয়া ইউনিয়নে তার বাড়িতে ছুটে আসেন সাংসদ পংকজ নাথ। এসময় মরহুম আমির হোসেন খানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার কফিনে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৯টার সময় লেঙ্গুটিয়া বাজার জামে মসজিদ মাঠে জানাযা নামাজে স্মৃতিচারণ করেণ।
জানাযা নামাজ শেষে আওয়ামীলীগ নেতাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, রফিকুল ইসলাম টেনু খন্দকার, ইউপি চেয়ারম্যান আঃ কাদের ফরাজী, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply