শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধিঃ
মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর বাজারে অবৈধ ভাবে সরকারী খাস জমিতে চলছে দোকান ঘর নির্মান। অভিযোগ সূত্রে জানা যায় বাটামারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইয়ার হোসেন এর অভিযোগ ভিত্তিতে সরকারী ভুমিতে গন শৌচাঘর এর সামনে একটি দোকান ঘর অবৈধ ভাবে উত্তোলন করছেন সাবেক বাটামারা ইউনিয়নের মেম্বার মোঃ আবুল সিকদার, তিনি জোড় পূর্বক ক্ষমতার দাপটে দেখিয়ে দিন দুপুরে দোকানঘর নির্মান করছেন। দোকানঘরটি নির্মান হলে সাধারণ জনগনের গন শৌচাঘর ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্ঠি হবে। যদি উর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত দৃষ্টি না দেন তা হলে নষ্ট হয়ে যাবে ব্যবহার উপযোগি গন শৌচাগর ও স্থানীয় সেলিমপুর বাজার।
Leave a Reply