শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
মুলাদীতে ইলিশের প্রধান প্রজণন মৌসুম বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান মিঠু খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, উপজেলা মৎস্য অফিসার অপু সাহা, মুলাদী থানা অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান-সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, জেলে প্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজণন মৌসুমে সকল প্রকার ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, মজুদ কিংবা পরিবহন নিষিদ্ধকালীন সময়ে সকলকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply