শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ৯র্ম বাংলাদেশ কাবাডি গেমস ধানসিঁড়িটি জোন পর্যায় ২০২১ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ মার্চ) বেলা ১১টায় বরিশাল নগরীর পুলিশ লাইন মাঠে বরিশাল জেলা পুলিশ ও ক্রীড়া সংস্থা আয়োজনে বঙ্গবন্ধু ৯র্ম বাংলাদেশ কাবাডি গেমস ধানসিঁড়িটি জোন পর্যায় ২০২১ এর বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অতিথিরা।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডি আইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন বিপিএম এর সভাপতিত্বে বিষয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীরপ্রতিক), বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, বরিশাল র্যাব ৮ এর অধিনায়ক জামিল হাচান, শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. এসএম ইকবাল প্রমুখ।
বঙ্গবন্ধু ৯র্ম বাংলাদেশ কাবাডি গেমস ধানসিঁড়িটি জোন পর্যায় ২০২১ খেলায় বরিশাল বিভাগের প্রতি জেলা থেকে একটি নারী দল ও একটি পুরুষ দল অংশ নেয়। বিভাগীয় খেলায় পুরুষ দল হিসাবে ক বিভাগের আংশ নেয় বরিশাল, মাদারীপুর, পিরোজপুর জেলা, নারী দলে অংশ নেয় পিরোজপুর, ঝালকাঠির, বরগুনা জেলা এবাং খ বিভাগে পুরুষ অংশ নেয় বরগুনা, ভোলা ও নারী খ বিভাগের অংশ নেয় ঝালকাঠি, ভোলা, বরিশাল ও মাদারীপুর জেলা। প্রথম ম্যাচ হয় বরগুনা জেলা ও ভোলা জেলার মধো। বরগুনা জেলাকে হারিয়ে ভোলা জেলা ২৮ পেয়ে বিজয় লাভ করে।
আর নারী বিভাগের পিরোজপুর জেলার সাথে খেলা চলছে, টানটান উত্তেজনার মধ্য দিয়ে এই খেলা চলছে। পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, ও স্কুলে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এই খেলা উপভোগ করছে। এছাড়াও উৎসুক জনতার ঢল নামে। আগামীকাল বিকাল ৩টায় এই খেলার বিজয়ীদের হাতে ট্রফি ও পুরুস্কার তুলে দিবেন অতিথিরা।
Leave a Reply