সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ মিলাদের জন্য জমানো টাকা চুরির অপরাধে ঝালকাঠির রাজাপুর উপজেলায় আলী হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ছোট কৈবর্তখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতের চুরির ঘটনায় মোসা. পিয়ারা বেগম নামে এক গৃহকর্ত্রী বাদী হয়ে আলী হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করে রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পরবর্তীকালে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার এসআই আমিনুল ইসলাম ওই যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আলী হোসেন কৈবর্তখালী গ্রামের মৃত আনিচ মোল্লার ছেলে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে ওই গৃহকর্ত্রী উল্লেখ করেছেন, গত ২২ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে বিদ্যুৎ চলে গেলে ব্যক্তিগত কাজে তিনি ঘরের বাইরে যান।
এ সময় কৌশলে ঘরে প্রবেশ করে কয়েকজন খাটের নিচে আশ্রয় নেয়। পরে রাত ৩টার দিকে হঠাৎ ঘরের মধ্যে ভাঙচুরের শব্দ হলে আলো জালানোর পর তিনি আলী হোসেনসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে দৌড়ে পালাতে দেখেন। ওই সময় তারা ঘরে থাকা মিলাদের জন্য জমানো টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোনসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুটে নেয় অভিযুক্তরা। এ ব্যাপারে রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন বলেন , আলী হোসেন নামে এক চোরকে গ্রেপ্তারের পর রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply