রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল॥ ঢাকার কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারী যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ‘এন মল্লিক’ পরিবহনের বাসচালক মো. সবুজ ও হেলপার মো. নাহিদ।
শনিবার দুই দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তারা দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন।
এতে মামলার তদন্ত কর্মকর্তা জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফ উজ জামান তাদের জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে বুধবার অভিযুক্ত ‘এন মল্লিক’ পরিবহনের বাসচালক মো. সবুজ ও হেলপার মো. নাহিদকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফায়রুস তাসনিম।
তারও আগে ৯ মার্চ ঢাকার কেরানীগঞ্জে চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারী যাত্রীকে ছুঁড়ে ফেলার ঘটনায় বাসের চালক সবুজ মিয়া (৪০) ও হেলপার হাসান (২২) হেলপারকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ৭ মার্চ সকালে ভাড়া না থাকায় বোরকা পরিহিত বাকপ্রতিবন্ধী ওই নারীকে বাস থেকে ছুঁড়ে ফেলে দেয়া হয়। আর সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এন মল্লিক নামের একটি এসি বাস (নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১) এসে থামে রোহিতপুর বাজারে। বাসের ভেতর থেকে ধূসর বোরকা পড়া এক নারীকে টেনেহিঁচড়ে গেটের কাছে এনে ধাক্কা দিয়ে ফেলে দেয় হেলপার। আর রাস্তায় উপুড় হয়ে পড়ে কাতরাতে থাকেন ওই নারী। পরে স্থানীয়রা তাকে রাস্তা থেকে উঠিয়ে ঘটনা সম্পর্কে জানতে চান।
কথা বলতে না পারায় ওই নারী টাইলসের উপর লিখে জানান, ‘এন মল্লিক কোনাখোলা থেকে উঠাইছে। তার কাছে ভাড়া নেই। এন মল্লিক কোনো দিনও আমার থেকে ভাড়া নেয় না। এন মল্লিকের সবাই আমাকে চেনে। ও মনে হয় চিনে না।’
Leave a Reply