শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ ভাল কাজের স্বীকৃতি স্বরূপ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের হাত থেকে সন্মাননা পেলেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ইনচার্জ এসআই নাজমুল হুদা।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান-বিপিএম (বার) পিপিএম, নিজ হাতে এসআই নাজমুলকে সন্মাননা ক্রেস্ট তুলে দেন।
চলতি বছরের জানুয়ারী মাসে যোগদানের পর থেকেই এসআই নাজমুল অত্যন্ত নিষ্ঠার সাথে তার নিজ দায়িত্ব পালন করে আসছেন। যোগদানের পর বিগ মাসগুলোতে শেবাচিমে’র পুরো চিত্র পাল্টে গেছে।
পূর্বে প্রায়ই মেডিকেলে ঘটে যাওয়া চুরি, ছিনতাই অনেকটাই নির্মুল করতে সক্ষম হয়েছে। এছাড়া অজ্ঞান পার্টির খপ্পরে কিংবা বিভিন্ন দুর্ঘটনায় আক্রান্ত ও জরুরী রোগীদের নিজ উদ্যোগে ভর্তি করে তাদের যথাযথ চিকিৎসা দিয়ে নজির স্থাপন করেছেন এসআই নাজমুল।
শুধু তাই নয় এসব টাকা-পয়সাসহ ভুক্তভোগীদের তাদের স্বজনদের নিকট হস্তান্তরও করেছেন তিনি। তার এসব উদ্যোগে চিত্র বিভিন্ন সংবাদ মাধ্যমেও উঠে এসেছে। পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা অবগত হয়ে তাকে এমন সন্মাননায় ভূষিত করেন।
এ ব্যাপারে এসআই নাজমুল জানান, সব সময় আমি আমার দায়িত্ব যথযথভাবে পালনের চেস্টা করে আসছি। যার স্বীকৃতিস্বরূপ পুলিশ কমিশনার মহোদয় আমাকে এ সন্মানে ভূষিত করেছেন। ভবিষ্যতেও আমি আমার দায়িত্বকে প্রাধান্য দিয়ে কাজ করে যাবো।
সন্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোক্তার হোসেন, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) আবু সালেহ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলমসহ সংশ্লিস্ট থানার অফিসার ইন-চার্জ।
Leave a Reply