মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দেশটির বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সাংবাদিক, লেখক, মানবাধিকারকর্মীও রয়েছেন। গেল জানুয়ারিতে মহারাষ্ট্রে ভিমা কোরেগাঁওয়ে সংঘর্ষের ঘটনায় তদন্তে একযোগে বিভিন্ন রাজ্যে অভিযানে নামে পুলিশের বিশেষ বাহিনী। গ্রেফতারকৃতদের কাছ থেকে বেশকিছু ল্যাপটপ, পেন-ড্রাইভসহ নথিপত্র উদ্ধার করা হয়।
পরে এই ঘটনার তদন্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনা জানতে পারে গোয়েন্দারা। এদিকে, দেশজুড়ে গ্রেফতার আতঙ্ক ছড়ানোয় নিন্দা জানিয়েছে দেশটির বুদ্ধিজীবী মহল ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
Leave a Reply