রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি: উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ড আজ সোমবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কঁচা নদীতে সম্মিলত অভিযান চালিয়ে প্রায় ৯০লাখ ফাইসা মাছের পোনাসহ ১৬ জেলেকে আটক করে । এসময় জেলেদের ব্যবহারকৃত ৩টি ফিসিং বোর্ড এবং বিপুল পরিমান নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্দ করে এরা।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে রাজু খান নামের এক জেলেকে ১৫দিন কারাদন্ড প্রদান এবং অপর ১৫ জেলের কাছ থেকে ৫শতটাকা করে জরিমানা আদায় করা হয়। এসব জেলেরা হচ্ছে কবির হোসেন গাজী (৪০), বাবলু বিশ্বাস (৪০), মোঃ আসলাম বিশ্বাস(৩৬), পীর আলী গাজী (৩৮), শহিদ বিশ্বাস (২৫), ইছানুর বিশ্বাস (১৮), আব্দুল সালাম (৪৫), মুক্তার গাজী (৩০), ইসলাম গাজী (৩৫), আবুল কালাম মোরল (৩২), ইনামুল গাজী (১৮), সালাম গাজী (৪০), শরিফুল সরদার (২৫), মোঃ রুহুল আমীন (৪৫), শামীম গাজী (১৬) আটক জেলেদের বাড়ী খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি গ্রামে।
জেলে রাজু খান (২২) এর বাড়ী পিরোজপুর সদও উপজেলার কেশোয়ারা গ্রামের আঃ সত্তারের ছেলে। রাজু পোনা নদীতে কারেন্টজাল দিয়ে মাছ শিকার করা ও সরকারি কাজে বাধা প্রদান করার জন্য ১৫দিনের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. নাজমুল আলম।
এসময় সিনিয়র উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল ও কোস্ট গার্ড এর ওয়েস্টজোনের পিও মোস্তাক আহমেদ অভিযানে সহায়তা করেন।
Leave a Reply