শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
সাকিব আল হাসান ব্যথা নিয়েই খেলতে গিয়েছিলেন এশিয়া কাপে। চারটা ম্যাচ খেলেছেন ব্যথা নিয়েই। কথা ছিল এই টুর্নামেন্টে না খেলে অস্ত্রোপচার করানোর।
কিন্তু শেষ পর্যন্ত বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের অনুরোধে খেলতে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজেও খেলেছিলেন আঙ্গুলের ব্যথা নিয়ে।
আজ পাকিস্তানের বিপক্ষে সাকিব খেলছেন না সেটা গতকাল মঙ্গলবার থেকেই চাউর হচ্ছিল বিভিন্ন মাধ্যমে। আজ টসের পর সেটা নিশ্চিত করেন বাংলাদেশ অধিনায়ক।
তবে বলাবলি হচ্ছিল ইনজেকশন নিয়ে হয়তো খেলতে পারেন বাংলাদেশ দলের এই অন্যতম সদস্য। শেষ পর্যন্ত সেটি আর হয়নি। তাই ফিরে আসছেন দেশে অপারেশনের সিদ্ধান্ত নিতে।
এমন খবর নিশ্চিত করেন টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, আজ বিকেলে চারটার ফ্লাইটেই দেশে রওয়ানা করেন সাকিব। দেশে গিয়ে সিদ্ধান্ত নিবে কবে, কোথায় আঙ্গুলের অস্ত্রোপচার করানো হবে। ওর ইচ্ছা নিউইয়র্ক হলেও সম্ভাবনা বেশি মেলবোর্নে করানোর।
Leave a Reply