সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি॥ ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কৃষি ঋণ মওকুফ বেড়িবাঁধ উচু ও মজবুত করা, লবণ পানি অপসারণ, আর্থিক প্রণোদনাসহ কৃষকের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সোমবার বেলা ১১টায় কলাপাড়া পৌরশহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে কৃষক সমাবেশ হয়েছে।
বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক সমিতির সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন কমরেড নাসির তালুকদার, নাগরিক ঐক্যের দিবাকর সরকার, আতাজুল ইসলাম, কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহবায়ক জি.এম মাহবুবুর রহমান,চাকামইয়া ইউনিয়ন শাখার আহবায়ক কমরেড আতাজুল ইসলাম,কৃষক আবুল কালাম,নাগরিক উদ্যোগ কলাপাড়া শাখার সদস্য দিবাকর সরকার প্রমূখ।
সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা উপকূলীয় কলাপাড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতির শিকার বেড়িবাঁধ দ্রুত উচু ও মজবুত করে মেরামতের দাবি জানান।
Leave a Reply