বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষাসহ সব ধরনের সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ এবং বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষত অনগ্রসর নাগরিক প্রার্থীদের জন্য ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।
এছাড়া, বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। ফলে এখন থেকে বিসিএস পরীক্ষার মোট নম্বর হবে ১০০০, যা আগে ছিল ১১০০।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান, প্রতিবন্ধী এবং উপজাতীয় প্রার্থীদের বয়সসীমা শিথিলের বিধান বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় সরকারি চাকরির পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন নিয়মের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আর্থিক এবং প্রক্রিয়াগত সুবিধা দেওয়ার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
Leave a Reply