শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশাল-৩ আসনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান আতিককে সমর্থন জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ।অাজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আওয়ামীলীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ কর্মী সভায় আনুষ্ঠানিক ভাবে ওই ঘোষনা দেয়া হয়। এ ব্যপারে কাজী ইমদাদুল হক দুলাল বলেন, আসনটিতে আওয়ামীলীগ সমর্থীত কোন প্রার্থী না থাকায় প্রতীক বরাদ্দের পর থেকে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সকল নেতা কর্মীরা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন।
এ ব্যপারে উপর মহল থেকেও কোন নির্দেশনা আসছিল না। তাই বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মতৈক্যে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানকে আনুষ্ঠানিক ভাবে সমর্থন জানান হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ’র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল চিশতী ও যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাভুর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম খালেদ হোসেন স্বপন, বরিশাল জেলা পরিষদের সদস্য ফারজানা বিনতে ওহাব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, বীর প্রতিক রত্তন আলী শরীফ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনিচুর রহমান সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,
মোঃ কামাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক জাহিদুর রহমান সিকদার, আওয়ামী লীগ নেতা ও দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান তারেকুল ইসলাম তারেক, মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা সিবানী রানী দাস, চাদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ ফারুক মীর, আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি ইকবাল আহম্মেদ আজাদ,
মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আহম্মেদ স্বপন, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসমাইল হোসেন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল, দেহেরগতি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঃ রহিম মাস্টার, জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ইউসুফ আলী খান, মহিলা আওয়ামীলীগ নেত্রী সেতারা বেগম প্রমুখ।
এদিকে মহাজোট সমর্থীত দুই প্রার্থী নৌকা প্রতীকের এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান কিংবা লাঙ্গল প্রতীকের গোলাম কিবরিয়া টিপুকে ওই সমর্থন না জানিয়ে মাহাজোটের বাহিরে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেয়াতে জনমনে শুরু হয়েছে নানা গুঞ্জন।
Leave a Reply