শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: পিরোজপুরে নাশকতা সৃষ্টির অভিযোগে বিপুল পরিমানে অস্ত্র সহ ৩ জন জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের বাইপাস এলাকার সাঈদী ফাউন্ডেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং এদের নামে পিরোজপুর সদর থানায় মঙ্গলবার রাতেই মামলা দায়ের করা হয়। বিষয়টি বুধবার দুপুরে সাংবাদিকদের জানান পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক।
গ্রেপ্তারকৃতরা হলো বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দাঁতপুর গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে পিরোজপুর জেলা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক মো: সোহরাব হোসেন জুয়েল (৪৮),কাউখালীর বিড়ালঝুড়ি গ্রামের আব্দুস সামাদ হাওলাদারের পুত্র মো. শওকত আলী (৪২) এবং সদর উপজেলার নামাজপুর গ্রামের সোহরাব আলী শেখের পুত্র মো. নুরুল ইসলাম (৩৫)। এ সময় পুলিশ তাদের বহনকারী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো, ১টি পাইপগান, ৬ রাউন্ড গুলি, ৪টি ককটেল, ৫টি পেট্রোল বোমা, ৪টি রামদা, ২টি হকিস্টিক, ১৬টি জিআই পাইপ, ৩টি চা পাতি, ৩টি ডেগার।
পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, মঙ্গলবার দুপুরের দিকে টহল পুলিশের একটি দল শহরের পুরাতন বাস স্টান্ডে ডিউটিরত অবস্থায় ইন্দুরকানী থেকে একটি লাল রংয়ের মাইক্রোবাস আসলে পুলিশ তাদের থামতে নির্দেশ দেয় কিন্তু মাইক্রোবাসটি না থামিয়ে চালক দ্রুত চালিয়ে বাইপাস সড়কের পাশে সাঈদী ফাউন্ডেশনের ভিতর ঢুকে পড়ে। পুলিশও পিছু নিয়ে ধাওয়া করে তিন জনকে গ্রেপ্তার করে। এ সময় মাইক্রোবাসের চালক সহ বেশ কয়েকজন জামায়াত কর্মী পালিয়ে যায় বলে পুলিশ জানায়। পুলিশ জানায় এরা জামায়াতের সক্রিয় কর্মী এবং আসন্ন নির্বাচনকে বানচাল করার জন্য তারা তৎপরতা চালাচ্ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply