শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব, (গলাচিপা)সংবাদদাতা:
২০১৮সালের বিজয় ফুল উৎসবে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বরিশাল বিভাগে ১ম স্থান অধিকার করেছে গলাচিপার মেয়ে মনিয়া জামান মমতা।সে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মনির ও পটুয়াখালী সদর উপজেলার ডোনাভান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সামসুন্নাহার নয়ন মেয়ে এবং একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী। মমতা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায় ১ম হয়ে বিভাগীয় পর্যায় ১ম স্থান অধিকার করে জাতীয় পর্যায় অংশ গ্রহনের সুযোগ অর্জন করে। এ সময় মমতার হাতে পুরস্কার প্রদান করেন বরিশাল বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস। মমতা এই পুরস্কারের জন্য তার বাবা-মা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সকলের কাছে দোয়া চেয়েছে যাতে সে তার এই ধারা অব্যাহত রেখে জাতীয় পর্যায় ১ম স্থান অধিকার করে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহন করতে পারেন। উল্লেখ্য মমতা গত বছর জাতীয় স্কুল প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায় ১ম হয়ে জাতীয় পর্যায়ে অংশ নিয়েছিল।
Leave a Reply