রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর ও দক্ষিণ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ রবিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে বিএমপি সদর দপ্তর, সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) এর উপস্থিতিতে স্ব স্ব চুক্তিতে স্বাক্ষর করেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা এবং উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মনজুর রহমান পিপিএম-বার।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সার্বিক পুলিশিং কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, প্রান্তিক পর্যায়ে অর্থাৎ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দেওয়া এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থার আওতায় উক্ত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদরদপ্তর) প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের,
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মোঃ আকরামুল হাসান (ফোকাল পয়েন্ট , এপিএ বিএমপি ) , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করীম, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার (এস্টেট) মোঃ ইব্রাহিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply