মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক ও বরিশাল-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী আতিকুর রহমান আতিক বাবুগঞ্জের বিভিন্ন সরকারী দপ্তরে কর্মকর্তা কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন । বুধবার দুপুর ১২ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদে এসে উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন এর কার্যালয়ে দেখা করে কুশল বিনিময় করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওরাদার, সমাজসেবা অফিসার মাহমুল হাসিব,উপজেলা প্রকৌশলী মোঃ আল ফারুখ এবং সব শেষে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপজেলা নির্বাচন অফিসারের সাথে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলচনা করেন। উপজেলা নির্বাচন অফিসার মো: মোস্তফা কামাল নির্বাচনী আচরন বিধি ও বিভিন্ন নিয়ম কানুন বিষয়ে আতিকুর রহমান কে অবহিত করেন। নিজ হাতে নিজের ব্যানার ফেস্টুন নামিয়ে ফেলার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন আমার দেখা মতে আপনি একটি উধাহরন হয়ে রইলেন রাজনিতীতে এমন স্বচ্ছ মানসিকতার ব্যাক্তিরা আসলে আমরা নির্বাচন পরিচালনা নিয়ে স্বস্থিতে থাকি। উল্লেখ্য আতিকুর রহমান গত মঙ্গলবার ঢাকা থেকে বরিশালে এসেই নির্বাচন কমিশনের নিতিমালা অনুজায়ী নেতা কর্মিদের লাগানো তার নির্বাচনী প্রচারের ব্যানার পোস্টার, বিলবোর্ড নিজ হাতে অপসারন করেন এবং সব এলাকা থেকে সমর্থকদের ব্যানার পোষ্টার নামিয়ে ফেলার নির্দেশ দেন। আতিকুর রহমান বলেন,আসন্ন জাতীয় নির্বাচন অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ হলে জনগনের ভালবাসায় সংসদে যাওয়ার আশা রাখি।
Leave a Reply