শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্ম দিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়ার নতুন হাট নামক স্থানে বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দিনটি উদ্যাপন করা হয়েছে।
বীর প্রতীক রত্তন আলী শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আতিকুর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবমৈত্রীর কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি আজিজুল ইসলাম বাবুল, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাঝি মাসুম রেজা, আ’লীগ নেতা বাবুল মুন্সী, হাবিবুর রহমান, মানিক মুন্সি, ইউপি সদস্য শাহে আলম, ছাত্রমৈত্রীর বরিশাল জেলা সম্পাদক রুবেল কাজী, ছাত্রনেতা আসাদুজ্জামান নূর, সাব্বির হোসেন বড়মিয়াসহ তার বিভিন্ন অনুসারী কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply