শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের অপরাধে ৩ জেলেকে ১ বছর করে বিনাশ্রম কারা দন্ড দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী মেজিস্ট্রেট সুজিত হাওলাদার তার নিজ কার্যালয়ে ১৯ ৫০ সালের মৎস্য সংরক্ষন আইনের ৩(ঘ) ধারার অপরাধের এবং একই ধারার ৫(১) মোতাবেক এ দন্ড প্রদান করেন। দন্ড প্রাপ্তরা হলেন উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ভবানীপুর এলাকার আলী হোসেন(৩৫), মোঃ মুসা(১৯) ও গাজীপুর এলাকার মোঃ ইমরান হোসেন(২১)। উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, মঙ্গলবার রাত আনুমানিক ১১ টায় তাদের আরিয়াল খাঁ নদীতে মাছ শিকারের সময় কারেন্ট জালসহ হাতে-নাতে আটক করা হয়।
Leave a Reply