মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া: বানারীপাড়ায় পিতা-মাতা হীন এক দরিদ্র অসহায় শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন বানারীপাড়া থানার মানব সেবক নামে খ্যাত পুলিশের উপ-সহকারী পরিদর্শক এএসআই মো. জাহিদুল ইসলাম জাহিদ হোসেন। শনিবার সকালে উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজে সিআইএমএস ফরম বিতরণ করতে গিয়ে সৈয়দকাঠি ইউনিয়নের ব্রাক্ষ্মনবাড়ি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী মো. আরিফুর রহমানের সাথে কথা হয় এএসআই মো. জাহিদ হোসেনের।
সিআইএমএস ফরম পূরণ করতে গিয়ে আরিফুর রহমান দাঁড়িয়ে বললেন স্যার আমারতো পিতা-মাতা কেহ ঁেবচে নেই কার নাম লিখবো এ কথা বলে সে কেঁদে ফেললো। তার অন্য ভাইয়েরা একজন রাজমিস্ত্রী,একজন হোটেলের বয় আর একজন কৃষক। তারা তাদের সংসার চালাতে গিয়ে ছোট ভাইয়ের লেখাপড়ার দিকে তেমন নজর রাখতে পারছেন না। তাই বাধ্য হয়ে আরিফুর রহমান নানা বাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তবে সেখানেও বিধি বাম নানী ও একজন খালা তারাও অসহায় দরিদ্রতার কাছে। আরিফুর নানা বাড়ির পাশের ৩ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে যে অর্থ উপার্জন করে তা দিয়েই তার লেখাপড়া চালিয়ে নিচ্ছে কোনমতে। তবে বর্তমানে লেখাপড়া করার জন্য যে বই গুলোর প্রয়োজন তার কোনটাই নেই আরিফুর রহমানের। এএসআই জাহিদ হোসেন শিক্ষার্থীর মুখ থেকে এ কথা গুলো শুনে তার প্রয়োজনীয় বই,খাতা,কলম এবং পরীক্ষা দেয়ার আগ পর্যন্ত দু’জন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার ব্যবস্থা করে দিলেন। এমনকি আরিফুরের পরীক্ষার আগ পর্যন্ত যতকিছু লাগে তার সম্পূর্ণ দায়িত্ব নিলেন মানব সেবক নামে খ্যাত বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত উপ-সহকারী পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জাহিদ হোসেন।
Leave a Reply