শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:০২ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি ॥
বানারীপাড়া উপজেলা কৃষিসম্প্রসারন অধিদপ্তর গতকাল জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৮ইং বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালন করে। বেলা ১২টায় এক র্যালীর মধ্যদিয়ে এ দিবসের কার্যক্রম শুরু করেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক।র্যালীশেষে উপজেলা মিলানায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জালিস মাহমুদের সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ,কৃষি অফিসার মোঃ ওলিউল আলম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবু হাসনাইন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আল-আমিন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শরীফ উদ্দিন আহম্মেদ কিসলু।এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সলিয়াবাকপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হক মিন্টু,বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আনিছুর রহমান মিলন। সভাপতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, কৃষি নির্ভর আমাদের এই দেশে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের বিভিন্ন ভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছেন এবং তাদের পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছেন।আমাদের জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়ন অব্যাহত রাখতেই আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রীর মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করাতে হবে তাহলেই আগামী ৪১ সালের শেখ হাসিনার দেয়া ঘোষনা বাস্তবায়িত হবে।কৃষি অফিসার অলিউল আলম ইঁদুর নিধনের কার্যকরী পদক্ষেপ গুলো উপ্পস্থিত কৃষকদের মাঝে উপাস্থপন করেন।
Leave a Reply