রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি:
বাকেরগঞ্জের আউলিয়াপুরে বিধবা লিলি বেগমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে তার অর্ধ-লক্ষাধিক টাকা ছিনতাই ও পিটিয়ে ২ জনকে আহত করার অভিযোগ পাওয়াা গেছে। এ ঘটনায় আহত লিলি বেগম বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় ৫-৬জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বার আউলিয়া দরবার শরীফের সামনে মৃত সুলতান হাওলাদারের স্ত্রী মোঃ লিলি বেগম একটি টিনের দোকান ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন।
ওই জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে আউলিয়াপুর গ্রামের মৃত রশিদ ফকিরের পুত্র অসীম ফকির ও তার ভাই জসিম ফকিরের স্ত্রী পারভীন বেগমের। ইতঃপূর্বে তারা ওই দোকান ঘর ও জমি জবর-দখল করার জন্য লিলি বেগমকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেয়। তাহার জের ধরে গত ৮ ডিসেম্বর সকাল ১১ টার সময় অসীম ফকির ও তার ভাইয়ের স্ত্রী পারভীন বেগম দা ও লাঠিসোটা নিয়ে পরিকল্পিতভাবে লিলি বেগমের দোকানে হামলা চালিয়ে দোকানঘর কুপিয়ে মারাত্বক ক্ষতিসাধন করে। ভূমিদস্যু অসীম ফকির তার হাতে থাকা লোহার রড দিয়ে লিলি বেগমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে তিনি আত্মরক্ষার্থে পালিয়ে যায়।
ওই সময় অসীম ফকির লিলি বেগমের দোকানের মধ্যে ক্যাশ বাক্সে রক্ষিত নতুন মালামাল ক্রয়ের জন্য নগদ ৫০ হাজার টাকা ছিনাইয়া জোরপূর্বক নিয়ে যায়। হামলায় লিলি বেগমের শরীরের বিভিন্ন স্থানে ফুলা বেদনাদায়ক জখম হয়। তাকে বাচাঁতে গেলে পুত্র রিমনকেও পিটিয়ে আহত করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
হামলাকারীরা লিলি বেগমের দোকানঘর কুপিয়ে ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। অসহায় বিধবা লিলি বেগম এ ঘটনায় জেলা পুলিশ সুপার ও থানা কর্মকর্তা ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সহায়তা কামনা করেছেন।
Leave a Reply