রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
আরিফ হোসেন,বাবুগঞ্জ ॥ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) আসনের বিকল্পধারা মনোনিত (কুলা) প্রতীক নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ এনায়েত কবির সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। গত বৃহস্পতিবার বিকাল ৪ টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব হলরুমে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।
মতবিনিময় কালে বিকল্পধারার মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ এনায়েত কবির সাংবাদিকদের বলেন, বরিশাল-৩ আসনের (বাবুগঞ্জ-মুলাদি) বরিশাল জেলা শহর থেকে বাবুগঞ্জ উপজেলা খুব কাছের হলেও তুলনামূলক উন্নয়ন থেকে বঞ্চিত এ উপজেলাটি। তিনি বলেন বিভিন্ন ক্ষেত্রে বাবুগঞ্জ-মুলাদী ব্যাপক উন্নয়ণ,সম্ভাবনা ও সূযোগ রয়েছে। কিন্তু যোগ্য নেতৃত্বের অভাবে এ সংসদীয় আসনটি পিছিয়ে পড়েছে উন্নয়নের ক্ষেত্রে। আমি আমার জীবনের বাকি সময় মানব সেবায় নিয়জিত করতে চাই। জয় পরাজয় যাই হোক আমি এই অঞ্চেলের মানুষের পাশে থাকবো।
বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সভাপতি মোঃ শাহজাহান খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন নয়ন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ্ মামুন, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, সিনিয়র সদস্য প্রভাষক সাইফুর রহিম, সদস্য রফিকুল ইসলাম ছোটন, সাংবাদিক আল-আমিন। এছাড়াও মতবিনিময় কালে বিকল্পধারার মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ এনায়েত কবিরের সাথে উপস্থিত ছিলেন আবু হানিফ বেপারী, আসাদুজ্জামান, এসএম সৌরভ মাহামুদ, লিংকনসহ বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply