শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন
আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ ঈদের তোরণ নির্মাণকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে তাপস হত্যায় বাউফল পৌর মেয়র জুয়েলকে আসামি করে মামলা হয়েছে।
মঙ্গলবার বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রেকর্ড করা হয়েছে।
নিহত তাপসের বড় ভাই পঙ্কজ চন্দ্র দাস বাদী হয়ে পৌর মেয়রসহ ৩৫ জনের নাম দিয়ে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে সোমবার রাতে বাউফল থানায় এ হত্যা মামলা করেন।
এ ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে। তবে তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে আসল ঘটনা উদঘাটন করেই প্রতিবেদন দেবেন বলে জানান তিনি।
গত রোববার ঈদ শুভেচ্ছার তোরণ নির্মাণকে কেন্দ্র করে বাউফল থানার সামনে সাবেক চিফ হুইপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি আ স ম ফিরোজের সমর্থক নেতাকর্মীদের সাথে বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের সমর্থকদের কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে তাপস দাস ধারালো অস্ত্র আহত হন। রাত ৮টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
মঙ্গলবার এ হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।
এছাড়া, তাপস হত্যা মামলায় প্রথম আলোর বাউফল উপজেলা প্রতিনিধি এবিএম মিজানুর রহমানকে আসামি করায় নিন্দা জানিয়েছে পটুয়াখালী ও বাউফল প্রেসক্লাব।
Leave a Reply