শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে করোনাভাইরাস সংক্রমনরোধ ও ইলিশ প্রজনন রক্ষায় কর্মহীন অসহায় জেলে পরিবারে মাঝে সরকারের বিশেষ বরাদ্ধের চাল বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় নাজিরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ধানদী ফাযিল মাদ্রসার চত্ত্বরে ওই চাল বিতরণ করা হয়।
এসময় ৭৫৩ জন কর্মহীন অসহায় জেলে পরিবারে মাঝে ৪০ কেজি করে মোট ৩০ টন চাল বিতরণ করে ইউনিয়ন পরিষদ।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম ফারুক বলেন, করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকা ৭৫৩ জন কর্মহীন অসহায় জেলে পরিবারে মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্ধের চাল বিতরণ করা হয়েছে।
বিতরন কালে পটুয়াখালী জেলা পরিষদ সদস্য প্রেসকাব সভাপতি হারুন অর রশিদ খান, নাজিরপুর ইউপি চেয়ারম্যান, বাউফল পৌর আওয়ামীলীগ সভাপতি মো: ইব্রাহিম ফারুক, ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা অফিসার মো: মনিরুজ্জামান মিয়া, আনন্দ টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি এম নাজিম, ইউপি সদস্য বৃন্ধ উপস্থিত ছিলেন।
Leave a Reply