মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস সরকারি ত্রাণের টিন দিয়ে অফিস কক্ষ বানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাত্র ১০ফুট দুরে, দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য বরাদ্ধকৃত সরকারি ত্রাণের টিন দিয়ে অফিস নির্মাণে ক্ষোভ জানিয়েছে স্থানীয় জনসাধারণ।
সরেজমিনে অনুসন্ধান গিয়ে দেখা যায়, বাউফল উপজেলা পরিষদের অভ্যন্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মাত্র ১০ফুট দুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে ছাদের উপর ত্রাণের টিন দিয়ে তৈরী করা হয়েছে একটি অফিস কক্ষ। ওই ঘরের একাধিক টিনের গায়ে লেখা রয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বিক্রয়ের জন্য নহে। অবশ্য বেশ কিছু টিন থেকে ইতিমধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সবুজ রঙের ওই সিল মুছে ফেলা হয়েছে।
জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক সরকারি সকল ত্রাণ সামগ্রী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে সরবরাহ করা হয়। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বিষয়টি তদারকি করেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস বলেন, এগুলো ত্রাণের টিন নয়, আমাদের কার্যালয় ভেঙে যাওয়ার পর অস্থায়ীভাবে বাইরে থেকে টিন কিনে অফিস বানানো হয়েছিলো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযূষ চন্দ্র দে বলেন, প্রকল্প বাস্তবায়ন অফিসের ছাদ ধসে পড়ার পর টিন দিয়ে একটি অস্থায়ী কার্যালয় বানানো হয়েছিলো। কিন্তু তা ত্রাণের টিন দিয়ে তৈরী করা হয়েছে কি না আমার জানা নেই।
Leave a Reply