রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল প্রেসক্লাবের শোক
বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) মহা পরিচালক ও বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলমগীর এর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও কার্য নিবার্হী পরিষদসহ সকল সদস্যবৃন্দ। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরত কামনা করেছেন।
বরিশাল সাংবাদিক ইউনিয়নের শোক
বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শাহ আলমগীর এর মৃত্যুতে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) গভীর শোক প্রকাশ করেছে। এক শোক বিবৃতিতে বিইউজে’র সভাপতি পুলক চ্যাটার্জি ও সাধারণ সম্পাদক স্বপন খন্দকার বলেছেন, দেশ এক যুদ্ধতম প্রগতিশীল সাংবাদিক নেতাকে হারিয়েছে। নেতৃবৃন্দ মরহুম শাহ আলমগীর এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সাংবাদিক ইউনিয়ন, বরিশালের শোক
শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে সাংবাদিক ইউনিয়ন, বরিশাল। শোক বিবৃতিতে সংগঠনের সভাপতি গোপাল সরকার ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর শাহ আলমগীর এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
নিউজ এডিটরস্ কাউন্সিল-বরিশাল’র শোক
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর এর মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তাপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে নিউজ এডিরটস্ কাউন্সিল বরিশাল’র সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাধারন সম্পাদক খন্দকার রাকিবসহ সংসঠনের সকল সদস্য ও নেতৃবৃন্দ। শোক বিবৃতিতে তারা উল্লেখ করেন, বাংলাদেশে আধুনিক সাংবাদিকতার বাতিঘর ছিলেন শাহ আলমগীর। শুধু শহরের সাংবাদিকতা নয় প্রত্যান্ত অঞ্চলে যারা সংবাদের কাজে নিয়োজিত তাদের স্বার্থ রক্ষার্থেও আজীবন সংগ্রাম চালিয়ে গেছেন এই সাংবাদিক নেতা। তিনি পিআইবি’র দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে পেশাগত কাজে সুবিধা অর্জন করতে পেরেছে সাংবাদিকরা। শাহ আলমগীরের মৃত্যূ বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করে গেছে। তার আদর্শ ধারণ করে সাংবাদিকতায় নিয়োজিত থাকলে দেশের গণমাধ্যম আরও সমৃদ্ধ হবে।
Leave a Reply