শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক//
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় বরিশাল ছিলো বাংলার ভেনিস। বরিশালকে বলা হতো শশ্য ভান্ডার। বরিশালের সেই হারানো গৌরব ‘শশ্য ভান্ডার’ ফিরিয়ে আনা হবে। এজন্য গবেষণা করা হচ্ছে।
সোমবার বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের সুবর্ণ জয়ন্তী উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যখাতে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করে সেগুলো বাস্তবায়ন করছে। দেশের বিভিন্নস্থানে চাহিদা মোতাবেক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে জেলার সরকারী হাসপাতালগুলোর শয্যা সংখ্যাও বাড়ানো হয়েছে।
আমরা প্রতিটি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল করছি। বিভিন্ন জেলার হাসপাতালগুলো ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এমন কোনো হাসপাতাল নেই যেখানে অপারেশন থিয়েটার নেই। তার পরেও উপজেলা হাসপাতালগুলোতে ডাক্তার, সার্জন কিংবা নার্সরা থাকেন না। এমনটা হতে পারেনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমরা শুধু নৌপথ, স্থলপথ, রেলপথ বা আকাশ পথের উন্নয়ন করিনি, আমরা তথ্য প্রযুক্তির উন্নয়ন করেছি।
দক্ষিণাঞ্চলবাসীর জন্য পদ্মা সেতুর পাশাপাশি বরিশাল বিভাগের পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেল যোগাযোগের ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো। জাতির পিতার স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ গড়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের আবাসন সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন।
Leave a Reply