বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। দালালের কাছে জিম্মি বরিশাল তথা দক্ষিণাঞ্চলের অসহায় রোগীরা। নামিদামী এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে চিকিৎসা নিতে নগরীতে আসা গ্রামাঞ্চলের রোগীরা সর্বস্ব হারাচ্ছে দালালদের ফাঁদে পড়ে। তথা কথিত বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে ধরে নিয়ে পরীক্ষা নিরীক্ষার নামে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এই দালাল চক্র।তারই সুত্র ধরে
আজ রুপাতলী এলাকা থেকে ৫ রোগীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন জেলা ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। শনিবার(১৫ ফেব্রুয়ারি) ডিবির এসআই মো. অরবিন্দ বিশ্বাস’র নেতৃত্বে রুপাতলী বাসস্টান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো, বেলতলা এলাকার মৃত খালেক খানের ছেলে শহিদ খান (৩৫) রুপাতলী ২৫ নং ওয়ার্ডের মৃত আব্দুল রশিদ সরদারের ছেলে মনির সরদার (৪৯),ধানগবেষনা রোডের জহিরুল ইসলাম (৫৫) রুপাতলী ২৫ নং ওয়ার্ডের রবিউল ইসলাম, ধানগবেষনা রোডের কামাল হোসেন মোল্লা এদের মধ্যে শহিদকে তিন মাসের জেলও বাকিদের ১ মাস করে কারাদন্ড দেয়া হয়।
Leave a Reply