সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরের অক্সফোর্ড মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে। আটককৃতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার পূর্ব ডুমুরিয়া বেপারিবাড়ির বাসিন্দা মো. আলমগীর (২৫) এবং খুলনা দৌলতপুর রেলগেটের বাসিন্দা সুধীরচন্দ্র শীল।
অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের বরাত দিয়ে জানানো হয়, তল্লাশি চালিয়ে মো. আলমগীর ও সুধীরচন্দ্র শীলের কাছ থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা পালিয়ে যান।আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের হচ্ছে।
Leave a Reply