শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক// বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়ার্কশপ মালিকসহ ৩ জন আহত হয়েছেন। এসময় ওয়ার্কশপ সংলগ্ন একটি বইয়ের দোকানে আগুন লেগে পুড়ে গেছে।
আহতদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন সুমাইয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওয়ার্কশপ মালিক মো. সবুজ হাওলাদার এবং তার দুই কর্মচারী মো. আলাউদ্দিন ও মো. মানিক।
বাকেরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, সুমাইয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে তিনজন আহত হন। এসময় পাশে থাকা একটি বইয়ের দোকানে আগুন ধরে গেলে দোকানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
Leave a Reply