শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ বরিশালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুষ্ঠিত হবে সম্প্রীতি সমাবেশ। এছাড়াও শারদ সম্মাননার আয়োজন করা হয়েছে পূজোর ভ্যানের উদ্যেগে। মানুষের ভেতরের অসুরকে নিয়ন্ত্রণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে ‘পূজার ভ্যানে’র উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও সুধি সমাবেশ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পাশাপাশি শারদীয় দুর্গা পূজা যেন সকল ধর্মের মিলনক্ষেত্র হয়ে ওঠে সেই আহ্বানও জানানো হয় সভা থেকে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় নগরীর রজনীগন্ধা মিলনায়তনে ওই মতবিনিময় ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
পূজার ভ্যানের সভাপতি ভানু লাল দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল, মুকুল দাস, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, কবি দীপংকর চক্রবর্তী, সরকারি বরিশাল কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার অলিউল ইসলাম, অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান বরিশাল বিভাগীয় সম্পাদক ও পূজার ভ্যানের সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, কবি তপংকর চক্রবর্তী, নজমুল হোসেন আকাশ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবক মৃনাল কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু, উদীচী বরিশাল জেলার সহ সভাপতি কমল মিত্র, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পদক সুরঞ্জিত দত্ত লিটু, বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক টুনু রাণী কর্মকার, সুরুচি রাণী কর্মকার, মিন্টু কুমার কর, কবি হেনরী স্বপন, শিক্ষক বিশ্বনাথ রায়, সাংবাদিক গোবিন্দ সাহা, বিকাশ কুসুম দাস ও পূজার ভ্যানের প্রতিষ্ঠাতা অপূর্ব অপু।
সভায় শারদীয় পূজা উপলক্ষে মিলনমেলা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৪ অক্টোবর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত হবে সম্প্রীতি সমাবেশ। এ ছাড়া শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বের হওয়া আলোর মিছিলে ধর্ম-বর্ণ এবং গোত্র নির্বিশেষে সবার অংশগ্রহণ প্রত্যাশা করা হয়। একই সঙ্গে কেবল দুর্গা পূজা নয়, সারা বছর সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
দুর্গা পূজায় ‘পূজার ভ্যান’ এর জুড়িবোর্ড নগরের সব পূজামন্ডপ পরিবর্দশন করবে। জুড়িবোর্ডের বিবেচনায় মন্ডপ, সাজসজ্জা, প্রতিমাসহ বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে ১১ অক্টোবর নগরীর অশ্বিনী কুমার হলে শারদ সম্মাননা অনুষ্ঠানে তাদের সম্মাননা জানানো হবে।
Leave a Reply